Welcome To Our College

এলাকাবাসীদের ঐকান্তিক প্রচেষ্টায় ফেনী জেলার ফেনী সদর উপজেলাধীন ফাজিলপুর ইউনিয়নের প্রাণকেন্দ্র, ঢাকা চট্টগ্রাম হাইওয়ে এবং ফাজিলপুর রেলওয়ে স্টেশনের মধ্যস্থলে অত্যন্ত মনোরম পরিবেশে ১৯৯৫ সালে ৪.৫৩ একর জমির উপর ফেনী সাউথ-ইস্ট ডিগ্রি কলেজটি প্রতিষ্ঠিত হয়ে ১৯৯৭ সালে উচ্চ মাধ্যমিক ও ২০০২ সালে স্নাতক(পাস) শাখার এমপিও ভুক্ত হয়। কলেজটির পরিচালনা পরিষদের বর্তমান সভাপতি ফেনী-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব নিজাম উদ্দিন হাজারী মহোদয়।  বর্তমানে কলেজটিতে প্রায় ১২০০ (এক হাজার দুইশত) জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে।  শিক্ষার্থীদের প্রায় ৭০% ছাত্রী। এতে ১৮ টি বিষয় পাঠদান করানো হচ্ছে। অত্র কলেজের শিক্ষক কর্মচারীদের সংখ্যা ৩৭ জন। যার মধ্যে ৩৬ জনই এমপিও ভুক্ত। কলেজটি উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি (পাস) ২০১৬ ফাইনাল পরীক্ষায়  পাশের হার যথাক্রমে ৭৪.৪২ ও ৬৭ শতাংশ। এছাড়াও কলেজটি উচ্চ মাধ্যমিক বোর্ড পরীক্ষায় ২০০১ সালে ফেনী জেলায় ১ম স্থান এবং ২০০০,২০০৩,২০০৮ সালে ২য় স্থান অর্জন করেছে। উল্লেখ্য যে, অত্র কলেজটি ফেনী সদর উপজেলার একমাত্র এমপিও ভুক্ত ডিগ্রি কলেজ এবং কলেজটির প্রায় ১৩ (তের) বর্গকিলোমিটারের মধ্যে কোন কলেজ নেই।  ক্রীড়া ও সংস্কৃতির অঙ্গনে কলেজটির যথেষ্ঠ সুনাম রয়েছে। ২০১৩ সালে ফেনী জেলার ক্রীড়া  সংস্থা  কর্তৃক আয়োজিত এথলেটিকস প্রতিযোগিতায় কলেজটি চ্যাম্পিয়ন হয়েছে এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা, কর্তৃক আয়োজিত ২০১৪ সালের এথলেটিকস প্রতিযোগিতায় রানার্স আপ হয়েছে।